গাজীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বুলডোজার দিয়ে দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ ও স্থাপনা ভেঙে ফেলা হয়।গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আর্মড পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশসহ অসংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য এ উচ্ছেদ অভিযানে অংশ নেন। অভিযানকালে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রাজস্ব কর্মকর্তা নূরুননবী কবির, টঙ্গী রাজস্ব অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) তারিক হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।জানা গেছে, জয়দেবপুর রেলজংশনের উত্তর দিকে রেলক্রসিং ও লাইনের দু’পাশে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে পাকা এবং আধাপাকা দোকান ঘর নির্মাণ ব্যবসা করে আসছিল। গত কয়েক মাস আগে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও রাতারাতি তা পূর্বের ন্যায় দখল হয়ে যায়। গাজীপুরের নবাগত জেলা প্রশাসক এসএম আলমের নির্দেশে সোমবার এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আমিনুল ইসলাম/ এমএএস/পিআর
Advertisement