প্রবাস

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বর্ণিল অভিষেক

সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দেশের প্রবাসী সংবাদকর্মীদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইয়ের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।

Advertisement

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোদাচ্ছের শাহের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অভিষেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী পাঠ করেন আইনবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বাণী পাঠ করেন তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় দুবাই পার্ল সিটি হোটেল হল রুমে বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও বিশিষ্ট উপস্থাপক মুহাম্মদ নাজমুল হকের যৌথ পরিচালনায় দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।

প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন- চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার। অভিষেকে বিশেষ অতিথি ছিলেন- দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের দূতালয়প্রধান প্রবাস লামারাং। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি।

Advertisement

এতে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া। সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলামের সম্পাদনায় ও যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনির সহ-সম্পাদনায় ‘প্রদীপ্তি’ নামের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা সম্পাদক কলিম সরওয়ার।

অনুষ্ঠানে আমিরাতে সেরাপ্রবাসী পুরুষ অতিথি সম্মাননা পান বাবু অদুল কান্তি চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও সোহরাব হোসেন। সেরা প্রবাসী নারী অতিথির সম্মাননা পান কাজী গুলশান আরা, মেহেরুন নেছা দীপা, শেফালী আক্তর আঁখি ও হাসিনা আক্তার।

সংগঠনের আইনবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা শেফালি সারগাম ও রানা খান। এ ছাড়াও আকর্ষণ হিসেবে আমিরাত প্রবাসী সাংস্কৃতিক কর্মীদেরও নিজস্ব পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।

সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক (মাই টিভি), সহ-সভাপতি রফিক উল্লাহ (যমুনা টিভি), সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি), যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি (নিউজ২৪), সহ-সম্পাদক মোদ্দাসের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ (বাংলা এক্সপ্রেস), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহিন (আওয়াজ বিডি), অর্থ সম্পাদক মহিউল করিম আশিক (এনটিভি), সহ-অর্থ সম্পাদক সরওয়ার উদ্দিন রণি (৭১ বাংলা), দফতর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত কুমার শীল (সি প্লাস), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ জাহান (কক্সবাজার আলো), সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ (সি প্লাস), আইনবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম (বাংলা এক্সপ্রেস), সমাজকল্যাণ সম্পাদক আবদুল আলিম সাইফুল (নোয়াখালি টিভি), ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন (চ্যানেল এস), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মুহাম্মদ ইসমাইল (নতুন ফেনী), নির্বাহী সদস্য খুরশেদ আলম (বাংলা এক্সপ্রেস), নির্বাহী সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী (সিএনএন বাংলা) নির্বাহী সদস্য বশিরুজ্জামান (দেশের নিউজ), সদস্য শামসুল হক, মোহাম্মদ ইলিয়াস, নাজিম উদ্দীন ফুরকান, মোহাম্মদ জাহিদ হোসেন, সুজন গোল্ডেন হানিফ, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল দারুণ উপভোগ্য। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, বিভিন্ন সাংস্কৃতিক, সামজিক সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএ/এমএস