রাজনীতি

দলের শৃঙ্খলায় ট্রাক্সফোর্স গঠনের আহ্বান সুরঞ্জিতের

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংগঠনের মধ্যকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাক্সফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। এতে দলের মধ্যে নীতি, আদর্শ ও শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন তিনি।সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।ছাত্রলীগের সাবেক ন্যায়নীতি পরায়ণ নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের ও সৈয়দ আশরাফের মতো নেতাদের নিয়ে এই ট্রাক্সফোর্স গঠন করা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা জঙ্গি অর্থায়ন বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত জঙ্গিদের ধংস করা সম্ভব হবে না। জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি অর্থায়ন ঢুকছে। আর এ টাকা পরিমাণ একশ দুইশ টাকা নয় হাজার হাজার কোটি টাকা।তিনি বলেন, আমেরিকায় প্রতি দশ হাজারে একজন, ভারতে বিশ হাজারে একজন আর বাংলাদেশে প্রতি দেড় লাখে একজন বিচারক। তাহলে বিচারটা কোথায় হবে? আগে মামলা ছিল ২৮ লাখ, এখন ৩০ লাখ। তাই এ সব মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য সারাদেশে অন্তত ৫ হাজার বিচারক নিয়োগ দেওয়া দরকার। তাদেরকে দ্রুত ট্রেনিং দিয়ে আদালতে পাঠাতে হবে। পাশাপাশি বিচারকদের বসার জায়গা বাড়ানার জন্য নতুন আদালত ভবন নির্মাণ করাতে হবে।টিআইবির ভূমি রিপোর্ট সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, টিআইবি রিপোর্ট দিলেই তাদের রিপোর্টের বিরোধীতা করতে হবে। আর তারা যে ‍রিপোর্ট দিয়েছে সেটাই যে সত্যের পরাকাষ্ঠা এটাও বিশ্বাস করি না। কোনো দেশ ভূমি ব্যবস্থার সংস্কার না করে এগুতে পারে না। বাংলাদেশের ভুমি ব্যবস্থার সংস্কার করতে হলে আগে এ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে।আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক নায়ায়ণ দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।এএসএস/এসকেডি

Advertisement