ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে মাত্র মাত্র ৫৫ বছর বয়সে নিহত হয়েছেন কিন্তু তাঁর ছবির দিকে তাকালে মনে হয় যেন দুইশ বছর বেঁচে ছিলেন তিনি ।সোমবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গিত ও নৃত্যকলা মিলনায়তনে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।মেয়র বলেন, বঙ্গবন্ধুর জীবনের বেশিরভাগ সময় কেটেছে আন্দোলন, সংগ্রাম আর মানুষের অধিকার আদায়ে। তিনি জেল খেটেছেন কয়েকবার। আর স্বাধীন বাংলাদেশে তিনি বাঁচলেন মাত্র সাড়ে তিন বছর। বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঘাতকরা কিন্তু তিনি দেশ ও জাতির জন্য যে পতাকা দিয়ে গেছেন তা নামানোর শক্তি কারোর নেই।তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, জীবনে ৪৫ বা ৫৫ বছরে কি হতে চাও বা নিজেকে কোথায় দেখতে চাও সেটা মাথায় রেখে বাসায় যাবে। চিন্তা-ভাবনা করে সে অনুযায়ী কাজ করলে সফলতা আসবেই।বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: কামরুল হাসান খান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, নাহিম রাজ্জাক এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, আবদুল ওয়াদেদ দারা এমপি, সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, উপ-কমিপির সহ-সম্পাদক বলোরম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।এএসএস/এসকেডি
Advertisement