স্রোতের মতো মিছিল আসছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর-অধিদফতরের সিবিএ নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
Advertisement
গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ের ফলে আজ বিজয় সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ উপলক্ষে আজ সকাল ১০টার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল আসতে শুরু করে। দুপুর আড়াইটার মধ্যে কানায় কানায় ভরে যায় উদ্যান।
ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলা নরসিংদী, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জেলা নেতাদের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল এ সমাবেশে যোগ দেয়।
এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর, মহানগর দক্ষিণ, যুবলীগ মহানগর উত্তর, যুবলীগ মহানগর দক্ষিণ, বাংলাদেশ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, প্রজন্ম লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে।
Advertisement
এফএইচএস/বিএ/জেআইএম/এসজি