আন্তর্জাতিক

গরুর জন্য শ্মশান!

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে গরুর জন্য এবার শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ। এজন্য জমির সন্ধান করছে তারা। ভোপাল পৌরসভার মেয়র অলোক শর্মা গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

Advertisement

কোনো গরুর 'অস্বাভাবিক বা অসময়ে' মৃত্যু হলে সেটিকে ওই শ্মশানে দাহ করা হবে উল্লেখ করে তিনি বলেছেন ভারতে এ ধরনের শ্মশান এই প্রথম।

তিনি বলেন, ভোপালে গরুর জন্য শ্মশান তৈরির সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল। আপাতত শ্মশান তৈরির জন্য জমির সন্ধান চলছে।

এদিকে, ভোপাল শহরকে বেওয়ারিশ পশুমুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মণ সিং। গরুর ক্ষেত্রে বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এর ফলে বেওয়ারিশ পশুদের কারণে দুর্ঘটনার ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গরুর কল্যাণে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

এমএমজেড/এমকেএইচ