জাতীয়

রাজধানীতে ফিটনেসবিহীন ৬ বাস জব্দ

রাজধানীর উত্তরার জসীমউদ্দীম এলাকায় অভিযান চালিয়ে ফিটনেসবিহীন ৬টি যাত্রীবাহী বাস জব্দ করে আগারগাঁওয়ের ডাম্পিংয়ে পাঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।আদালতের নির্দেশে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান দুপুর ১টায় শেষ হয়।অভিযানে রাজধানীতে চলাচলের অনুপযোগী এবং জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ৬টি বাস জব্দ করা হয়। এদের মধ্যে তুরাগ সিটিং পরিবহনের ২টি, ১টি সুপ্রভাত পরিবহন, ১টি বসুমতি পরিবহন, আজমেরি পরিবহনের একটি এবং ১টি আশুলিয়া ক্লাসিক পরিবহনের বাস।জসীমউদ্দীন মোড়ে তুরাগ সিটিং পরিবহনের এক চালককে বাস থামানোর নির্দেশ দেয়া হলেও থামানো হয়নি। পরে পুলিশের একটি মোবাইল টিম আজমপুর থেকে বাসটি আটক করে। লাইসেন্স না থাকায় বাসের চালক মনোয়ারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অপরাধে আরো দুই চালককে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।মশিউর রহমান জানান, জব্দকৃত গাড়িগুলোর ফিটনেস নেই, চলাচলের অনুপযোগী, কাগজপত্র মেয়াদউত্তীর্ণ। লাইসেন্স না থাকার পরও দিনের পর দিন তারা গাড়ি চালানোর দায়ে এবার চালকদেরও কারাদণ্ড দেয়া হয়েছে।সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেন। সেই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ পালন করে বিআরটিএ চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিল করার আদেশও দেন আদালত।এআর/এসকেডি/একে/আরআইপি

Advertisement