অর্থনীতি

আরএফএল এর রোডবিট মোটরসাইকেল এক লিটারে চলবে ৬৫ কিমি

প্রথমবারের মতো রোডবিটের মোটরসাইকেল বাজারে এনেছে আরএফএল। এই মোটরসাইকেল এক লিটার তেলে চলবে ৬৫ কিলোমিটারের বেশি।

Advertisement

রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১০ নম্বর জেনারেল প্যাভিলিয়ন ‘দুরন্ত’তে এই মোটরসাইকেল প্রথমবারের মতো প্রদর্শন করা হচ্ছে।

এ বিষয়ে প্যাভিলিয়ন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ‘রোডবিটের এই মোটরসাইকেল এক লিটার তেলে চলবে ৬৫ কিলোমিটারের বেশি। তবে রাজধানী ঢাকাতে এক লিটার তেলে চলবে ৫৫ থেকে ৬০ কিলোমিটার। রাজধানীর রাস্তায় প্রচুর যানজট থাকায় বারবার মোটরসাইকেল চালককে ব্রেক করতে হয়। ব্রেক করলে তেল খরচ বেশি হয়।’

‘রোডবিট’ ব্র্যান্ডের ১০০ সিসির মোটরসাইকেলটি ৯০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। মোটরসাইকেল কিনলে দেয়া হচ্ছে ১০ বছরের রেজিস্ট্রেশন ফ্রি বলেও জানান জাহাঙ্গীর আলম।

Advertisement

তিনি বলেন, ‘তিন মাস আগে বাজারে আসা আরএফএল এর রোডবিটের এই মোটরসাইকেলটি বাণিজ্য মেলাতেই প্রথম প্রর্দশন করা হচ্ছে। এই মোটরসাইকেলের ইঞ্জিনের দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেয়া হচ্ছে। এটি কিনলে তিনটি ফ্রি সার্ভিসও দেয়া হবে।’

রোডবিট বাইকে কিক স্টার্টের পাশাপাশি রয়েছে ইলেকট্রিক সেলফ স্টার্ট ও হাইড্রোলিক ব্রেক। এতে এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

রোডবিট মোটরসাইকেলটি অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডটকম’ থেকে কিনলে বিনাসুদে ১২ মাসের কিস্তির সুব্যবস্থা রয়েছে।

পিডি/এমবিআর

Advertisement