জাপানের রাজধানী টোকিও’র হানেদা বিমানবন্দরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসিরদমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, কারখানার দুই মিটার উচ্চতার একটি কুলিং টাওয়ার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।কারখানাটি জাপানের বৃহত্তম ইস্পাত নির্মাণকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটালের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি অগ্নিকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।টোকিওর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি গুদামে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সামরিক গুদামঘরে বিস্ফোরণের পর রাতভর সেখানে আগুন জ্বলতে থাকে। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।এদিকে, দুটি ঘটনার মধ্যে কোন ধরনের যোগসূত্রের গুজবের ব্যাপারে টোকিও পুলিশ কিছু জানায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।এসআইএস/এএ/আরআইপি
Advertisement