শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৫৮ কোটি ৭২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ফিনেন্স ডিরেক্টর আ.ন.ম. জয়নাল আবেদীন এ বাজেটের তথ্য জানান। বাজেটে গতবারের তুলনায় শিক্ষক ও কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়লেও এবারও গবেষনা খাতে কোনো বরাদ্দ নেই।জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরের মোট ৫৮ কোটি ৭২ লক্ষ টাকার বাজেটের মধ্যে বেতন ও ভাতাদি খাতে বরাদ্ধ ৪১ কোটি ৫ লাখ টাকা, যা গত অর্থ বছরে ছিল ৩৮ কোটি ৩৩ লাখ টাকা, পেনশন খাতে বরাদ্ধ ১ কোটি ৫০ লাখ টাকা, যা গত অর্থ বছরে ছিল ২ কোটি ২৫ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে বরাদ্ধ ৬ কোটি টাকা যা গত অর্থ বছরে ছিল ৫ কোটি ৯০ লাখ টাকা, শিক্ষা আনুষাঙ্গিক খাতে বরাদ্ধ ৭ কোটি ১০ লাখ যা গত অর্থ বছরে ছিল ৭ কোটি ৭০ লাখ টাকা, রক্ষণাবেক্ষণে ৭০ লাখ টাকা যা গত অর্থ বছরে ছিল ৭০ লাখ টাকা, মূলধন মঞ্জুরি খাতে বরাদ্ধ ২ কোটি ৩৭ লাখ টাকা, যা গত অর্থ বছরে ছিল ১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৭ কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল ৬ কোটি ৮০ লাখ টাকা।গবেষণাখাতে বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি অনিক ধর বলেন, গবেষণায় কোনো বরাদ্দ না দিয়ে হেকেপ, বিশ্বব্যাংক পিপিপি’র মাধ্যমে সরকার শিক্ষাকে বাণিজ্যকরণ করছে। আল মনসুর/ এমএএস/পিআর
Advertisement