দেশজুড়ে

বাগেরহাটের রোগীরা ক্যান্সার নির্ণয়ের সুযোগ পাচ্ছেন

সোমবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্যান্সার রোগ সচেতনতা ও নির্ণয় ক্যাম্প এবং সুচিকিৎসা বিষয়ক এক দিনের পরিসেবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারত থেকে আসা ২৬ সদস্যের প্রতিনিধি দলে নয়জন চিকিৎসকসহ অন্যান্য টেকনিক্যাল পার্সন দিনব্যাপী বিশেষ করে ব্রেস্ট ও জরায়ু ক্যান্সার রোগী নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করছেন। বাগেরহাট জেলা পরিষদ ও ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার যৌথভাবে এ ক্যান্সার রোগ বিষয়ক ক্যাম্প পরিচালনা করছেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্যান্সার রোগ নির্নয় ও চিকিৎসার জন্য বিনামূল্যে ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার যে সহযোগিতা করছেন তা বন্ধুপ্রতিম দেশের এক উজ্জ্বল নিদর্শন। বিনামূল্যে উন্নত এ ক্যান্সার চিকিৎসাসেবা নিতে সকাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৫শ রোগী রেজিস্ট্রেশন করেন।  বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার হাসপাতালের চিকিৎসক ও সফরকারী প্রতিনিধি দলের প্রধান ড. প্রবীর বিজয়, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, উপ-পরিচালক মো. সফিকুল ইসলাম প্রমুখ। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বাগেরহাট সরকারি পিসি কলেজ ও বাগেরহাট কলেজিয়েট স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সন্ধ্যায় বাগেরহাট চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হবার কথা রয়েছে। ড. মশিউর রহমান বাগেরহাট সরকারি পিসি কলেজ ও বাগেরহাট কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র। শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

Advertisement