আন্তর্জাতিক

কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ১০

কলম্বিয়ার রাজধানী বোগোতায় একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৪ জন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

দক্ষিণাঞ্চলীয় শহরের একটি পুলিশ ক্যাডেট স্কুলের বাইরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যে গাড়ি থেকে বিস্ফোরণ চালানো হয়েছে তার চালকের পরিচয় জানা গেছে। ওই চালকের নাম জোসে আলদেমার রোজাস রোদ্রিগেজ, বয়স ৫৭ বছর। বিস্ফোরণে ওই চালকও নিহত হয়েছেন।

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকু এই হামলাকে ‘পাগলাটে সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল নেস্তোর হাম্বারতো মার্তিনেজ জানিয়েছেন, ৮০ কেজি শক্তিশালী পেনটোলাইট বিস্ফোরক বোঝাই গাড়ি থেকে হামলা চালানো হয়েছে। এ ধরনের বিস্ফোরক এর আগে কলম্বিয়ার বিদ্রোহী গেরিলা গোষ্ঠী ব্যবহার করেছে। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, বিস্ফোরণে ইকুয়েডরের এক নারী নিহত হয়েছেন।

Advertisement

টিটিএন/এমএস