প্রবাস

প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালি আ.লীগের সাক্ষাৎ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করেছে। ‘মাদার অব হিউমিনিটি’ শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ১৪ জানুয়ারি গণভবনে ইতালি আ.লীগের সভাপতি হাজী ইদ্রীস ফরাজীর নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা সাক্ষাতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

Advertisement

এ সময় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন, শেখ হাসিনা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করা হয়েছে তেমনি উপজেলা নির্বাচনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রীস ফরাজী, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর ফরাজী, আবু সাইদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইতালী রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিল বন্দুকছি।

এ ছাড়া ওঁম হিন্দু অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অনুপ কুমার, মহিলা আওয়ামী লীগ ইতালির নেত্রী শাহনাজ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচনে দেশে এসে নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করায় প্রবাসী আওয়ামী লীগের নেতাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইতালি আওয়ামী লীগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।

Advertisement

এমআরএম/এমকেএইচ