আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের যৌথ মহড়া

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এ অঞ্চলের বিতর্কিত দ্বীপের ওপর বেইজিংয়ের দাবি মোকাবেলা করতে মিত্রদের সহযোগিতা চাইছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মহড়ায় অংশগ্রহণকারী দেশ দু'টি জানিয়েছে, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত এই মহড়া চলেছে। মহড়ায় মার্কিন গাইডে ক্ষেপণাস্ত্রবাহী ইউএসএস ম্যাকক্যাম্পবেল এবং ব্রিটিশ নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস আরগিল অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের যৌথ অভিযান চালানোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ম্যাকক্যাম্পবেল চীনের পার্সেল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে টহল দিয়েছে। চীনা এ দ্বীপকে নিজেদের বলে দাবি করে আসছে ভিয়েতনাম এবং তাইওয়ানও। এদিকে, গত আগস্টে আক্রমণের কাজে ব্যবহৃত ব্রিটিশ উভচর যুদ্ধজাহাজ এইচএমএস অ্যালবিনোও একই দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছে।

টিটিএন/পিআর

Advertisement