চিত্রনায়িকা নূতনও এমপি হয়ে দেশের মানুষের সেবা করতে চান। আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
Advertisement
মনোনয়ন ফরম কেনা শেষে এক প্রশ্নের জবাবে নূতন জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আমার মাথার উপর পড়লে আমি এমপি হবো। এমপি হয়ে আমার প্রধান কাজ হবে সমাজের অসহায়, প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করা।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। আশা করি আমার মনের ইচ্ছে পূরণ হবে।’
আরেক প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘মনোনয়ন পেলেও আছি না পেলেও আছি। কারণ আওয়ামী লীগ আমার আদর্শ, চেতনা।’
Advertisement
এর আগে তারকাদের মধ্যে সাবেক মন্ত্রী তারানা হালিম, সাবেক এমপি কবরী সারোয়ার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, মৌসুমি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, শাহানুর ও জ্যোতিকা জ্যোতিসহ আরও বেশ ক’জন আওয়ামী লীগের সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এফএইচএস/এলএ/পিআর