প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে একটি চক্র। চক্রটি চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা টাকা হাতিয়ে নিয়েছে।ডিএমপি মিয়িা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির উপ-কমিশনার (ডিবি উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম।এর আগে রোববার বিকেলে মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি উত্তর) একটি দল রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন- মো. ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, মো. আব্দুল জলিল সিকদার, মো. রফিকুল ইসলাম ও মো. জাহিদ হাসান।শেখ নাজমুল আলম বলেন, গ্রেফতার ইব্রাহিম খলিল পুলিশের আইজির চাচাতো ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের ঘনিষ্ঠ আত্মীয়, কখনও সাংবাদিক, কখনও ছাত্রলীগ নেতা ইত্যাদি পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশের এসআই, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, অফিস সহকারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমএলএসএস পদে বিভিন্ন জনকে নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করতো।তিনি আরো বলেন, আব্দুল জলিল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ও অফিস সহকারী পদে চাকরির লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। সে ভুয়া নিয়োগপত্রও প্রদান করত। রফিকুল ইসলাম ও জাহিদ হাসান ওই দুজনের সহযোগী হিসেবে কাজ করত।শেখ নাজমুল বলেন, এই প্রতারক চক্রটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ভুয়া নিয়োগপত্র প্রদান করে ৬৭ লাখ টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা ও বিমানবন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।জেইউ/এসএইচএস/আরআইপি
Advertisement