সার্চ ইঞ্জিন গুগল এবার সংবাদ প্রকাশের জন্য নতুন প্ল্যাটফর্ম আনছে। ‘নিউজপ্যাক’ নামের এই প্লাটফর্মে স্থানীয় সংবাদ প্রকাশকদের সংবাদগুলো প্রকাশ করা হবে।
Advertisement
এরই মধ্যে গুগল নিউজ এই প্রকল্পের জন্য অটোম্যাটিক ও ওয়ার্ডপ্রেসের সঙ্গে চুক্তি করেছে। এরই মধ্যে এই প্রকল্পে ১২ লাখ ডলার বিনিয়োগ করেছে গুগল। এবছরের শেষ দিকে গুগল এই সেবা চালু করতে পারে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে,, ‘দ্রুতগতির, নিরাপদ, কম খরচের প্রকাশনা প্ল্যাটফর্ম হলো নিউজপ্যাক। যা ছোট নিউজরুমগুলোর চাহিদা মেটাবে।’
বিবিসি জানিয়েছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের তৈরি সকল প্লাগইনস ব্যবহার করা যাবে এই নিউজপ্যাকে। কিন্তু মূল ব্যবস্থার সব ফিচার সবার জন্য উন্মুক্ত থাকবে না।
এএ
Advertisement