বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ বিজ্ঞানী ও কবি মফিজুল ইসলামের (কবিভাই) জন্মদিনে কবিকুঞ্জে এসে নেপালের পতাকা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছয় নেপালি।
Advertisement
নেপাল পিস ক্যাম্পেইনের প্রেসিডেন্ট অনুপ নিউপানে, সেক্রেটারি লিনডা কালা, বোর্ড মেম্বার সিরাজ পারিয়ার, মেম্বার সন্দিপ পান্ডে এবং সুন্নাত বাবা পিস ক্লাবের সেক্রেটারি গৈরব গৈরে ও মেম্বার সারিনা সুনা ১৩ জানুয়ারি পিস কনফারেন্সে ঢাকায় ও পরে শরীয়তপুরে আসেন। পরে পিস কনফারেন্সের অংশ হিসেবে দলটি স্থানীয় একটি এনজিওর (এসডিও) নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমানকে নিয়ে এলাকার বিভিন্ন সম্মানী ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।
কবি মফিজুল ইসলামের (কবিভাই) জন্মদিন ছিল ১৫ জানুয়ারি। কবিভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বুধবার বিকেলে ওই নেপালি টিম কবিকুঞ্জে উপস্থিত হন এবং শুভেচ্ছাসহ কবিভাইকে নেপালের জাতীয় পতাকা উপহার দেন।
পরে তারা কবিভাইয়ের ছড়া, কবিতা, গান, প্রকৃতি-পরিবেশ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রাকৃতিক পরিবেশময় কবিকুঞ্জ ঘুরে ঘুরে দেখেন ও এক চমৎকার সাংস্কৃতিক আড্ডায় মাতেন।
Advertisement
ছগির হোসেন/এফএ/পিআর