পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বিশ্রামে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই তারকা ক্রিকেটার ডেল স্টেইন এবং কুইন্টন ডি কককে। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে তাদের বদলে নেয়া হয়েছে ডুয়াইন অলিভার এবং এইডেন মারক্রামকে।
Advertisement
ডি ককের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস হাতে নেবেন হেনরিখ ক্লাসেন। অন্যদিকে স্টেইনের অভাব পূরণে প্রথমবারের মতো ওয়ানডে দলে নেয়া হয়েছে অলিভারকে। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে মাত্র ১৪.৭০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন অলিভার।
একই প্রতিপক্ষের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইনজুরি শঙ্কার কারণে মূলত বিশ্রাম দেয়া হয়েছে স্টেইনকে। সে ম্যাচের দ্বিতীয় দিনে কাঁধের ব্যথায় মাঠ ছেড়েছিলেন তিনি। তবে মাঠে ফিরে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ ২০ ওভার বোলিং করেছিলেন স্টেইন।
অলিভার ছাড়াও দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ডান হাতি ওপেনার রাসি ফন ডার ডুসেন। এখনো পর্যন্ত ৪৪টি লিস্ট 'এ' ম্যাচ খেলে ৮ সেঞ্চুরিতে ৩০৯৪ রান করেছেন ডুসেন।
Advertisement
আগামী ১৯ জানুয়ারি পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২, ২৫ ও ২৭ জানুয়ারিতে মাঝের তিন ম্যাচ খেলে ৩০ জানুয়ারি কেপটাউনে সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল।
প্রথম দুই ওয়ানডের দক্ষিণ আফ্রিকা স্কোয়াডফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, এইডেন মারক্রাম, রেজা হেন্ডরিকস, ইমরান তাহির, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ডেন প্যাটারসন, আন্দিল হেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবারেজ শামসি, ডুয়াইন অলিভার এবং রাসি ফন ডার ডুসেন।
এসএএস/জেআইএম
Advertisement