নোয়াখালীর চৌমুহনীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে পচা হলুদ-মরিচ ও ধনিয়ার সঙ্গে রঙ মিশিয়ে প্যাকেট করে বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
Advertisement
বুধবার দুপুরে গোলাবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চৌমুহনী বাজারের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রঙসহ নানা ধরনের উপাদান মিশিয়ে পচা হলুদ-মরিচ ও ধনিয়াসহ মসলা মেশিনে ভাঙিয়ে প্যাকেট করে বিক্রি করছে। দুপুরে গোলাবাড়িয়ায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় বাবুল মসলা মিলকে ১০ হাজার টাকা, আবু সুফিয়ান মসলা মিলকে ছয় হাজার এবং ইউসুফ মসলা মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে নোংরা ও ড্রেনের পাশে মুরগি জবাই ও তার সংরক্ষণ করার দায়ে বিসমিল্লাহ পোল্ট্রিকে সাত হাজার টাকাসহ মোট চারটি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
Advertisement
মিজানুর রহমান/এএম/পিআর