ভোলায় তজুমদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। এতে ৮ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
Advertisement
বুধবার দুপুর দেড়টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলার তজুমদ্দিন দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ার হাওলাদার ও ওজিউল্লাহ জানান, দুপুরের দিকে তজুমদ্দিনের দক্ষিণ বাজারের শহীদ মাঝির হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে তজুমদ্দিন ফায়ার সার্ভিস ও বোরহানউদ্দিন, লালমোহন উপজেলা থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু ততক্ষণে হার্ডওয়্যার, স্টেশনারি, ইলেকট্রনিক সামগ্রীর শো-রুম, মোবাইল শো-রুম, মুদি দোকানসহ প্রায় ৩০টি দোকান পুড়ে যায়। এতে ৮ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
Advertisement
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান কুমার দাস জানান, ক্ষয়-ক্ষতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম