সাহিত্য

এ কে সরকার শাওনের কবিতা

পরে কথা হবে

Advertisement

সেই তো কবে‘পরে কথা হবে’বাই, এবার আসি তবেবলে চলেই গেলে!এই তো এখানেবড়াল নদীর তীরে,রেল লাইনেরসমান্তরাল পথটি ধরে।একা ফেলেচলে গেলে চিরতরে,আর আসলে না ফিরে!

যদি বলি পালিয়েই গেলেজবাব কী দেবে তার?তারপর কত কী হলো!রেখেছো কি খবর তার?এমনি করে নয়টি বছর পার!আজও হয়নি দেখাআমাদের দু’জনার।পরের কথাশোনা হয়নি আজও আর!

এমনি করেমনের মানুষগুলোহারিয়ে যায় কিংবা পালায়ফিরে না আসে আর!অশ্রুমালা আপনি শুকায়!স্মৃতিপটে সব অকারণে ভাসে হায়!ভাঙা বাঁশিটা তবু বেজে যায়!তাতে কারো আসে না যায়।

Advertisement

কানে বারে বারে বাজে,শত কোটিবার বাজে;সেই একটি কথা নীরবে সরবেবাই, এবার আসি তবে,‘পরে কথা হবে’!

এসইউ/জেআইএম