দেশজুড়ে

সিদ্ধান্ত আসেনি রোহিঙ্গা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের বিষয়ে

সারাদেশের মতো আগামী ১৯ জানুয়ারী পার্বত্য জেলা বান্দরবানেও খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। তবে নোম্যান্স ল্যান্ডে থাকা ৫ হাজার রোহিঙ্গা শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে এখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু।

Advertisement

বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের কক্ষে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বান্দরবানের সাতটি উপজেলাসহ দুর্গম এলাকার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর দুর্গম এলাকার কোনো শিশু যদি ওই দিন বাদ পড়ে তাহলে পরের দিনও তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. তাহমিনা শবনম সোবহান, ডা. বেলাল হোসেন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা সাসুইচিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, আগামী ১৯ জানুয়ারী শনিবার বান্দরবানে ৬২ হাজার ৫৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সৈকত দাশ/এফএ/এমকেএইচ