জাতীয়

হজ এজেন্সিকে অতিরিক্ত ১০ লাখ টাকা এফডিআর করার নির্দেশ

হজ এজেন্সিকে জামানত বাবদ অতিরিক্ত আরও ১০ লাখ টাকা এফডিআর (স্থায়ী আমানত) করার নির্দেশ প্রদান করেছে ধর্ম মন্ত্রণালয়।

Advertisement

২০১৫ সালের ৯ ডিসেম্বর হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের অনুকূলে জামানত বাবদ মোট ২০ লাখ টাকা এফডিআর করার নির্দেশনা প্রদান করা হয়। তবে একাধিকবার তাগাদা দেয়া হলেও কিছু হজ এজেন্সি এখনও ১০ লাখ টাকার অতিরিক্ত বর্ধিত জামানতের ১০ লাখ টাকা এফডিআর জমা দেয়নি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে এজেন্সিগুলোকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জামানত বাবদ অতিরিক্ত ১০ লাখ টাকা এফডিআর হিসেবে দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়।

এমইউ/এসআর/এমকেএইচ

Advertisement