ফিচার

কম খরচে কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

কম খরচে কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

কানাডাকে উচ্চশিক্ষার স্বর্গরাজ্য বলা হয়। বর্তমানে কানাডায় প্রায় হাফ মিলিয়নের কাছাকাছি ছাত্র পড়াশোনা করছে। কানাডা সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সাল নাগাদ ৪ লাখ ৫০ হাজার বিদেশি ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা দেওয়ার ব্যাপারে টাগের্ট করা হয়েছিল। ২০১৬ সালেই সেই লক্ষমাত্রায় পৌঁছে যায় দেশটি। এমনকি ২০% অতিরিক্ত হয়ে ২০১৭ সালেই ৪ লাখ ৯৪ হাজার ৫২৫ জনে দাঁড়ায়।

Advertisement

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের (দেশের বাইরে পড়াশোনা করতে চান) ৮৫% ছাত্রছাত্রী শুধু কানাডায় পড়াশোনার ব্যাপারে আগ্রহী। এর পেছনে প্রথম ও প্রধান কারণ হচ্ছে- পড়াশোনা শেষে নাগরিকত্ব, কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ও অনান্য সুুযোগ-সুবিধা।

আজ কানাডার ৫টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাচ্ছি- যা বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সবচেয়ে উপযুক্ত। যেখানে প্রতিষ্ঠানের খরচ ও ভিসা অনেকটাই সহজলভ্য।

১. বিশপ ইউনিভার্সিটিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ৩৯তমকানাডা র‌্যাংঙ্কিং: ১২তম প্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৭০-৮০% ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ২,৪৬৭ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৯১৯ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৮,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ৮৪প্রধান অনুষদ: লিবারেল আর্টস, বিজনেস ও নিউরোসায়েন্স ইত্যাদি অবস্থান: শেরব্রোক, ক্যুবেক প্রদেশক্যাম্পাস: রুবাল ক্যাম্পাসপড়াশোনা করতে আসে: ৬৯ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৮৪৩ ইং

Advertisement

> আরও পড়ুন- যে দেশের পাসপোর্ট সবচেয়ে দামি

২. ইউনিভার্সিটি অব ডালহৌসিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ২৫১-৩০০তমকানাডা র‌্যাংঙ্কিং: ১১তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৭০% ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ১৮,৯৪৮ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ২,৬৫২ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৮,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ১৮০প্রধান অনুষদ: মেডিসিন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আইন, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, সায়েন্স, এগ্রিকালচার বিজনেস, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইত্যাদি।অবস্থান: হ্যালিফ্যাক্স, নোভা স্কোটিয়া প্রদেশক্যাম্পাস: স্টার্ডলি হ্যালিফ্যাক্স, সেক্সটন হ্যালিফ্যাক্স, কার্লেটন হ্যালিফ্যাক্স ও এগ্রিকালচার (ট্রুরো)পড়াশোনা করতে আসে: ১১০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৮১৮ ইং

৩. কেপ ব্রিটন ইউনিভার্সিটিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ২৬৬৯তমকানাডা র‌্যাংঙ্কিং: ৬১তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৬০%ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ৪,১০৫ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ১,০০০ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৪,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ৫৬প্রধান অনুষদ: ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এডুকেশন, পাবলিক হেলথ, নার্সিং, সেল্টিক কালচার ইত্যাদি। অবস্থান: সিডনি, নোভা স্কোটিয়া প্রদেশক্যাম্পাস: আরবান ক্যাম্পাস পড়াশোনা করতে আসে: ৫০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৫১ ইং

> আরও পড়ুন- কম সময়ে কম খরচে ডিগ্রি পেতে চাইলে

Advertisement

৪. ইউনিভার্সিটি অব ওয়াটারলুওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ১৬৩তমকানাডা র‌্যাংঙ্কিং: সপ্তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৫৩%ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ৪০,০০০ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৮,০০০ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১১,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ২৮০প্রধান অনুষদ: স্ট্যাটিসটিক্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যানো টেকনোলজি ইত্যাদি। অবস্থান: ওয়াটারলু, অন্টারিও প্রদেশক্যাম্পাস: ওয়াটারলু ক্যাম্পাস, ক্যামব্রিজ ক্যাম্পাস, কিচেন হেলথ সায়েন্স ক্যাম্পাস, স্টার্ট ফোর্ড ক্যাম্পাসপড়াশোনা করতে আসে: ১৪০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৫৭ ইং

৫. ইউনিভাসিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ১৩৪০তমকানাডা র‌্যাংঙ্কিং: ৪৩তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৬০-৭০%সর্বমোট ছাত্রছাত্রী: প্রায় ৪,৫০০ জন বিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৭৭৯ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৩,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ২০০প্রধান অনুষদ: এডুকেশন, নিউট্রিশন্যাল সায়েন্স, ভেটেনারি মেডিসিন, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। অবস্থান: চালস টাউন, প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড প্রদেশ ক্যাম্পাস: আরবান পড়াশোনা করতে আসে: ৭০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৬৯ ইং

এসইউ/এমএস