ফিচার

কম খরচে কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

কানাডাকে উচ্চশিক্ষার স্বর্গরাজ্য বলা হয়। বর্তমানে কানাডায় প্রায় হাফ মিলিয়নের কাছাকাছি ছাত্র পড়াশোনা করছে। কানাডা সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সাল নাগাদ ৪ লাখ ৫০ হাজার বিদেশি ছাত্রছাত্রীর উচ্চশিক্ষা দেওয়ার ব্যাপারে টাগের্ট করা হয়েছিল। ২০১৬ সালেই সেই লক্ষমাত্রায় পৌঁছে যায় দেশটি। এমনকি ২০% অতিরিক্ত হয়ে ২০১৭ সালেই ৪ লাখ ৯৪ হাজার ৫২৫ জনে দাঁড়ায়।

Advertisement

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের (দেশের বাইরে পড়াশোনা করতে চান) ৮৫% ছাত্রছাত্রী শুধু কানাডায় পড়াশোনার ব্যাপারে আগ্রহী। এর পেছনে প্রথম ও প্রধান কারণ হচ্ছে- পড়াশোনা শেষে নাগরিকত্ব, কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ও অনান্য সুুযোগ-সুবিধা।

আজ কানাডার ৫টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাচ্ছি- যা বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সবচেয়ে উপযুক্ত। যেখানে প্রতিষ্ঠানের খরচ ও ভিসা অনেকটাই সহজলভ্য।

১. বিশপ ইউনিভার্সিটিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ৩৯তমকানাডা র‌্যাংঙ্কিং: ১২তম প্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৭০-৮০% ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ২,৪৬৭ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৯১৯ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৮,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ৮৪প্রধান অনুষদ: লিবারেল আর্টস, বিজনেস ও নিউরোসায়েন্স ইত্যাদি অবস্থান: শেরব্রোক, ক্যুবেক প্রদেশক্যাম্পাস: রুবাল ক্যাম্পাসপড়াশোনা করতে আসে: ৬৯ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৮৪৩ ইং

Advertisement

> আরও পড়ুন- যে দেশের পাসপোর্ট সবচেয়ে দামি

২. ইউনিভার্সিটি অব ডালহৌসিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ২৫১-৩০০তমকানাডা র‌্যাংঙ্কিং: ১১তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৭০% ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ১৮,৯৪৮ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ২,৬৫২ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৮,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ১৮০প্রধান অনুষদ: মেডিসিন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আইন, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, সায়েন্স, এগ্রিকালচার বিজনেস, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইত্যাদি।অবস্থান: হ্যালিফ্যাক্স, নোভা স্কোটিয়া প্রদেশক্যাম্পাস: স্টার্ডলি হ্যালিফ্যাক্স, সেক্সটন হ্যালিফ্যাক্স, কার্লেটন হ্যালিফ্যাক্স ও এগ্রিকালচার (ট্রুরো)পড়াশোনা করতে আসে: ১১০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৮১৮ ইং

৩. কেপ ব্রিটন ইউনিভার্সিটিওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ২৬৬৯তমকানাডা র‌্যাংঙ্কিং: ৬১তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৬০%ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ৪,১০৫ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ১,০০০ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৪,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ৫৬প্রধান অনুষদ: ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এডুকেশন, পাবলিক হেলথ, নার্সিং, সেল্টিক কালচার ইত্যাদি। অবস্থান: সিডনি, নোভা স্কোটিয়া প্রদেশক্যাম্পাস: আরবান ক্যাম্পাস পড়াশোনা করতে আসে: ৫০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৫১ ইং

> আরও পড়ুন- কম সময়ে কম খরচে ডিগ্রি পেতে চাইলে

Advertisement

৪. ইউনিভার্সিটি অব ওয়াটারলুওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ১৬৩তমকানাডা র‌্যাংঙ্কিং: সপ্তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৫৩%ছাত্রছাত্রী সংখ্যা: প্রায় ৪০,০০০ জনবিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৮,০০০ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১১,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ২৮০প্রধান অনুষদ: স্ট্যাটিসটিক্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যানো টেকনোলজি ইত্যাদি। অবস্থান: ওয়াটারলু, অন্টারিও প্রদেশক্যাম্পাস: ওয়াটারলু ক্যাম্পাস, ক্যামব্রিজ ক্যাম্পাস, কিচেন হেলথ সায়েন্স ক্যাম্পাস, স্টার্ট ফোর্ড ক্যাম্পাসপড়াশোনা করতে আসে: ১৪০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৫৭ ইং

৫. ইউনিভাসিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডওয়ার্ল্ড র‌্যাংঙ্কিং: ১৩৪০তমকানাডা র‌্যাংঙ্কিং: ৪৩তমপ্রতিষ্ঠানের ধরন: পাবলিকভর্তির গ্রহণযোগ্যতার হার: ৬০-৭০%সর্বমোট ছাত্রছাত্রী: প্রায় ৪,৫০০ জন বিদেশি ছাত্রছাত্রী: প্রায় ৭৭৯ জনসর্বনিম্ন বাৎসরিক টিউশন ফি: ১৩,০০০ (কানাডিয়ান ডলার)প্রোগ্রাম অফার: ২০০প্রধান অনুষদ: এডুকেশন, নিউট্রিশন্যাল সায়েন্স, ভেটেনারি মেডিসিন, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। অবস্থান: চালস টাউন, প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড প্রদেশ ক্যাম্পাস: আরবান পড়াশোনা করতে আসে: ৭০ দেশ থেকেপ্রতিষ্ঠার বছর: ১৯৬৯ ইং

এসইউ/এমএস