দেশজুড়ে

সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী

নীলফামারীর ডিমলায় বিলুপ্ত ছিটমহলবাসীকে জরুরি ভিত্তিতে সরকারিভাবে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।  পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রথম পর্যায়ে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ৬টি ছিটমহলে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে।  আর ২৬টি বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ দেয়া হবে আগামী ডিসেম্বর মাসে।  পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নীলফামারীর চারটি বিলুপ্ত ছিটমহলের ৫ দশমিক ৫৩ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে ২৩২ জন গ্রাহক, কুড়িগ্রাম জেলার একটিতে শূণ্য দশমিক ৮৭ কিলোমিটার বিতরণের লাইন নির্মাণের মাধ্যমে ৭১ জন গ্রাহক ও পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ছিটমহলে ৫ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের মাধ্যমে ১৪২ জনসহ মোট ৬টি বিলুপ্ত ছিটমহলের ৪৪৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।  একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ৬টি বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীতে এসে বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ আলো জ্বালিয়ে তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যুতের লাইন নিতে গ্রাহককে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হয়। কিনতে হয় মিটার। কিন্তু এ সকল এলাকায় এসবের কিছুই প্রয়োজন হবে না। যারা আবেদন করবেন, তাদের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। তবে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে  চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ ব্যবস্থাপক এনামুল হক প্রামানিক জাগো নিউজকে জানান, নির্দেশনা অনুযায়ী এ সমিতির আওতায় নীলফামারীর ডিমলা উপজেলায় অন্তর্ভুক্ত চারটি বিলুপ্ত ছিটমহলের জনপদের অংশ বিশেষে পাঁচ কিলোমিটার সরবরাহ লাইন নির্মাণ এবং ২৩২টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। রোববার আরইবির পাওয়া এক নির্দেশ অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ লাইন স্থাপন ও সরবরাহের জন্য সকল কার্যক্রম শুরু করা হয়েছে।বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান (আরইবির) ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ৬টি বিলুপ্ত ছিটমহলে বিদ্যুৎ লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর বাকী ২৬টি বিলুপ্ত ছিটমহলে ২০০ দশমিক ৬৬ কিলোমিটার লাইন নির্মাণ করে ৮ হাজার ১৫৯ জন গ্রাহককে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শাহাদত হোসেন সরকার জাগো নিউজকে জানান, পিডিবির আওতায় থাকা বিলুপ্ত ৫৯টি ছিটমহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করতে কর্মপরিকল্পনা প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে। শিগগিরই বাস্তবায়ন কাজ শুরু হবে।জাহেদুল ইসলাম/এসএস/ এমএএস/এমএস

Advertisement