খেলাধুলা

ইনজুরিতে ৫০ দিন মাঠের বাইরে হ্যারি কেইন

দুর্দান্ত ফর্মে ছিলেন। ১৪ গোল করে যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও ছিলেন সবার উপরে। কিন্তু তার সুদিন আর সইলো না চোটের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে চোটাক্রান্ত হন কেইন।

Advertisement

ম্যাচ শেষে পরীক্ষা করে দেখা যায়, কেইনের বা পায়ের আঙুলের লিগামেন্টে চিড় ধরা পড়েছে। যার কারণে অন্তত দেড় মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। সে হিসাবে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত টটেনহ্যামের হয় দেখা যাবে না বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফুটবলারকে।

টটেনহ্যামের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, ‘তার বা পায়ের আঙুলের লিগামেন্টে চিড় ধরেছে। মেডিকেল স্টাফরা তাকে ভালোভাবে মনিটর করছেন। প্রায় চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।’

কার্যত চার সপ্তাহ বললেও এ ধরনের ইনজুরিতে খেলোয়াড়দের পুরো সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে দেড় মাসের মতো লাগে। ধারণা করা হচ্ছে মার্চের ২ তারিখে আর্সেনালের বিপক্ষে খেলার আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

Advertisement

আরআর/বিএ