জাতীয়

মসজিদে চুরির ভিডিও প্রকাশ, আসামিদের সন্ধান চায় পুলিশ

রাজধানীর হাইকোর্ট মাজার ও মসজিদের মোট ১২টি সিন্দুক ভেঙে টাকা চুরির ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আসামি ও তাদের সহযোগিতা করা এক ব্যক্তিকে ধরিয়ে দেয়ার আহ্বান করেছে ডিএমপি।

Advertisement

মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ ভিডিওটি প্রকাশ করে।

ভিডিওতে মুখে কালো কাপড় পরে কয়েকজনকে সিন্দুক ভেঙে টাকা চুরি করতে দেখা যায়। চুরির পর গেটের তালা ভাঙে তারা। সে সময় সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে এই চুরিতে সহযোগিতা করতে দেখা যায়।

এক প্রেসবার্তায় ডিএমপি জানায়, গত ২২ ডিসেম্বর ১১টা থেকে পরদিন ১টার মধ্যে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট মাজার মসজিদের দানবাক্সের সিন্দুকের তালা ভেঙে মূল্যবান বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও মোটা অংকের নগদ টাকা চুরি যায়।

Advertisement

এ ঘটনায় ২৩ ডিসেম্বর শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চিত্রে প্রদর্শিত জনৈক ব্যক্তি বর্ণিত চুরির ঘটনার সাথে জড়িত মর্মে প্রতীয়মান হয়।

চিত্রে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কেউ জ্ঞাত থাকলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো-

১। অফিসার ইনচার্জ শাহবাগ থানা - ০১৭১৩-৩৭৩১২৫

২। এসআই মো. মনছুর আহম্মেদ - ০১৭২১৪৭১৪৬১

Advertisement

১২টি সিন্দুকের মধ্যে হাইকোর্ট মাজারের আটটি, মসজিদের দুটি ও মাদ্রাসার দুটি সিন্দুক রয়েছে। এ ঘটনায় শাহাজান মিয়া (৫২), আবদুর রাজ্জাক (৪৫) ও মোতালেব হোসেনকে (৪৫) , আলাউদ্দিন (২৬) নামে চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এআর/বিএ