একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।
Advertisement
মঙ্গলবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি আবেদনপত্র সংগ্রহ করেন।
মানিকগঞ্জের সিংগাইর থানার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলীর সন্তান ব্যারিস্টার ওলোরা আফরিন। তিনি মাত্র ১৬ বছর বয়সেই আর্তমানবতার সেবায় মেয়েদের সাবলম্বী হওয়ার গুরুত্ব অনুধাবন করে কাজ শুরু করেন। এলএলবি অনার্স শেষে লিংকনস ইন থেকে ‘বার-এট-ল’ ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় নিয়োজিত এ তরুণ স্বপ্ন দেখেন দেশকে আন্তর্জাতিক মর্যাদায় নিয়ে যাওয়ার। সে লক্ষ্যে ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেক্টর’ এ গবেষণা শুরু করেন।
Advertisement
তার অক্লান্ত প্রচেষ্টায় এবং স্বউদ্যোগে দেশের শিল্পীরা প্রাপ্য রয়ালিটি থেকে বঞ্চিত হওয়া এবং মেধা সম্পদের মর্যাদা ও সংরক্ষণ, নতুন শিল্পীদের অনুপ্রেরণা জাগরণের মাধ্যমে দেশের জন্য নতুন আয়ের উৎস সৃষ্টির পরিকল্পনা করেন। এ লক্ষ্যে দেশে প্রথমবারের মত ওলোরা আফরিনকে আইনি সহায়ক হিসেবে নিয়োগ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিনস্থ কপিরাইট অফিস।
এইউএ/এএইচ/এমএস