জাতীয়

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনে মনোনয়ন পেল ৩২ ব্যাংক

২০১৯ সালের হজ কার্যক্রমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহের জন্যে ৩২টি ব্যাংক অনুমোদন পেয়েছে।

Advertisement

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ ৩২টি ব্যাংককে অনুমোদনের চিঠি দেয়া হয়। এখন থেকে অনুমোদনপ্রাপ্ত ৩২টি ব্যাংক প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি সংগ্রহ করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজের কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৮২৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ লাখ ২৪ হাজার ১৪৭ জন প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন।

সম্প্রতি সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের হজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে বিগত বছরের মতো এ বছরও ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। তবে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হজযাত্রীর সংখ্যা দেড় লাখে উন্নীত করার প্রস্তাবটি এখনও বিবেচনাধীন রয়েছে।

অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Advertisement

এমইউ/এসআর/এমকেএইচ