রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে শওকত ওমর সজীব নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ছাদের কার্নিশ ভেঙে সজীব নিচে পড়ে যান।
Advertisement
আহত সজীব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কোমরের হাড় ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন সজীব।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্ধুদের সঙ্গে ভবনের ছাদে ওঠেন। ছাদের উত্তর পশ্চিম কোণে যেতেই ছাদের কার্নিশসহ ছাদের কিছু অংশ ধসে সজীব নিচে পড়ে যান। তার সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান জানান, ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
সালমান শাকিল/আরএআর/পিআর