আন্তর্জাতিক

পালমিরায় প্রাচীন মন্দির ধ্বংস করেছে আইএস

সিরিয়ার পালমিরা নগরীর একটি প্রাচীন মন্দির ধ্বংস করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যভুক্ত বালশামিন নামের ওই মন্দিরটি রোববার ধ্বংস করা হয়েছে। সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম জানান, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভ ধ্বংস হয়েছে। মন্দিরটি রোববার আইএস জঙ্গিরা ধ্বংস করেছে বলে দাবি করেছে পুরাতত্ত্ব বিভাগ।এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মন্দিরটি এক মাস আগেই ধ্বংস করেছে অাইএস।দেশটির খ্যাতনামা একজন পুরাতাত্ত্বিককে হত্যা করার কয়েক দিনের মধ্যেই বিশ্ব ঐতিহ্যভুক্ত এই নিদর্শনটি ধ্বংস করা হলো। চলতি বছরের মে মাসে পালমিরার পূর্ণ দখল নেয় আইএস জঙ্গিরা। এর আগে আইএস জঙ্গিরা ইরাকের বেশ কিছু প্রত্নতাত্তিক নিদর্শন ধ্বংস করে। এসআইএস/এআরএস/এমএস

Advertisement