জাতীয়

উপজেলা নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত চেয়েছে জাপা

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ/মহিলা) আগ্রহী প্রার্থীদের পার্টির রাজনৈতিক পরিচয়সহ জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে আগামী ২৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

Advertisement

দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই এবার প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

২০১৪ সালের মতো এবারও ধাপে ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

Advertisement

সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হবে একশোর কাছাকাছি উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

এমইউএইচ/এসআর/পিআর