জাতীয়

সনদ জালিয়াতি : ৪ সচিবকে শোকজ

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় তিন সচিব ও এক যুগ্ম-সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত এক ফাইলে স্বাক্ষর করেছেন। এরই  প্রেক্ষিতে ওই চার কর্মকর্তাকে শোকজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জবাব দিতে তাদের ১০ দিনের সময় বেঁধে দিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আগে তাদের কাছে এ নোটিশ পাঠানো হলো।ওই চারজন হলেন- স্বাস্থ্যসচিব মো. নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ( ওএসডি) এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।অন্যদিকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি বর্তমানে প্রতিমন্ত্রির পদমর্যাদায় রয়েছেন। তবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা জানা যায়নি।দুর্নীতি দমন কমিশনের সুপারিশ অনুযায়ী গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তার মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত হয়।পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর চার জনের সনদ ও গেজেট বাতিল করে আদেশ জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement