আন্তর্জাতিক

প্রমোদতরীর ভেতরেই সৈকত

যাত্রীদের বিনোদনের জন্য কোনও প্রমোদতরী বা বিলাশবহুল জাহাজে কী কী সুবিধা থাকতে পারে? সুইমিং পুল, বাগান, পানশালা, রেস্তোরাঁ, রাজকীয় স্যুট, হেলিপ্যাড আর... ভাবছেন আর কী থাকতে পারে? যদি বলি যাত্রীদের বিনোদনের জন্য জাহাজে একটা আস্ত সৈকতও রয়েছে।

Advertisement

এখন কিছুই আর অসম্ভব নয়। নরওয়ের বিখ্যাত ইন্টিরিয়র ডিজাইন সংস্থা ‘হেরেড ডিজাইন’-এর তৈরি প্রমোদতরীটির নাম ১০৮এম । এটি একটি বিলাশবহুল জাহাজ। লম্বায় ১০৮ মিটার (প্রায় ৩৫৪ ফুট)। এতে কৃত্তিম সৈকত রয়েছে। এই সৈকতের সঙ্গে যে কোনও সাধারণ সমুদ্র সৈকতের সাথে এর পার্থক্য হল, এটি মাঝ সমুদ্রে একটি ভাসমান সৈকত। এই সৈকত তৈরি করার জন্য জাহাজের পেছন দিকটা নিচু করে সমুদ্রের পানি সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এই প্রমোদতরীতে বিনোদনে শক্তি যোগাবে ৩০০০ বর্গফুটের সোলার প্যানেল। এর দোতলায় রয়েছে একটি খোলামেলা সাজানো বাগান, একটি সুইমিং পুল। এ ছাড়াও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য কাঁচে মোড়া বিশাল মাপের একটি হল ঘর, যেখানে রয়েছে পানশালা, রেস্তোরাঁর মতো একাধিক আয়োজন। রয়েছে একটি হেলিপ্যাডও।

টিটিএন/এমকেএইচ

Advertisement