জাতীয়

চট্টগ্রামে মুনিরীয়া তবলীগের গাউছুল আজম কনফারেন্স শুরু

হাফেজ মুহাম্মদ রাশেদুল আলমের কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স। সোমবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় লালদীঘি ময়দানে এ কনফারেন্স শুরু হয়।

Advertisement

বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের বাস্তবায়নে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর স্মরণে অনুষ্ঠিত কনফারেন্সে আমন্ত্রিত ওলামায়ে কেরামরা তাকরির শুরু করেছেন।

মুহাম্মদ ফয়জুল মামুন খান, মুহাম্মদ সালাউদ্দিন ও মুহাম্মদ সোলায়মানের যৌথ সঞ্চালনায় নাতে মোস্তফা (সা.) পেশ করেন শায়ের মুহাম্মদ ইখতেয়ার উদ্দিন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজমের (রা.) শান মোবারকে ক্বছিদা শরীফ পেশ করেন, মুহাম্মদ নাজায়েত, মুহাম্মদ আফনান, শায়ের মোহাম্মদ আলী।কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন- কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। তিনি বাদে ইশা থেকে তাকরীর পেশ করবেন। সভাপতিত্ব করবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন।

কনফারেন্সে জোহরের নামাজের ইমামতি করেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী। এখন তকরির পেশ করছেন, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, তার পূর্বে বক্তব্য দেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ওলামা পরিষদের এশায়াত সম্পাদক ও রাউজান মুনিরীয়া দারুসুন্নাহ ফাজিল মাদরাসার প্রভাষক, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সহ-এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ ফোরকান।

Advertisement

মঞ্চে অতিথিদের মধ্যে উপস্থিত রয়েছেন- মাওলানা জমির উদ্দিন, উপাধ্যক্ষ বদিউল আলম আহমদী, মোস্তফা নজরুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা লোকমান প্রমুখ।

আরও বক্তব্য দেবেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানফি, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব আল্লামা মুফতি কাজী মুহম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকি, কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর সভাপতি আলহাজ্ব এ. এম. এম বাহাউদ্দিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান প্রফেসর এ, কে, এম ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর মহাসচিব ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য, হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজ-এর সভাপতি আলহাজ।

মাহবুবুল আলম তালুকদার, দারুন্নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ, খ, ম আবু বক্কর ছিদ্দিক, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দর চৌধুরী বাবুল, জীবন বীমা কর্পোরেশন জেনারেল ম্যানেজার (যুগ্ম-সচিব) কাজী মোহাম্মদ শফিউল আলম, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দিন আহমদ মাদানী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার, মদীনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আলহাজ্ব আবু মোহাম্মদ, এলবিয়ন গ্রুপ-এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

Advertisement

এমআরএম/পিআর