আন্তর্জাতিক

ইরানে সামরিক কার্গো বিমান বিধ্বস্তে নিহত ১৫

ইরানের সামরিক বাহিনীর একটি বোয়িং ৭০৭ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে। বিমানটিতে ১৬ জন আরোহী ছিল। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

Advertisement

ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে থাকা এক ফ্লাইট ইঞ্জিনিয়ার বেঁচে গেছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কেন্দ্রীয় আলবোর্জ প্রদেশের কারাজ এলাকার কাছে ফাথ বিমানবন্দরে বোয়িং বিমানটি বিধ্বস্ত হয়।

সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, কিরগিজিস্তানের বিশকেক থেকে মাংসের চালান নিয়ে আসছিল বোয়িং ৭০৭ বিমানটি। সোমবার সকালে ইরানের আলবুর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি জরুরি অবতরণের চেষ্টার করলে রানওয়ের শেষপ্রান্তে একটি দেয়ালে ধাক্কা লাগে এবং এতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Advertisement

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের কাছে কারাজ বিমানবন্দরে বিমানটি অবতরণের চেষ্টা করে কিন্তু তার আগেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

টিটিএন/পিআর