প্রত্যাশিত ফল না পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের ৬ হাজার ৭৫০ জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। এর মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে পড়েছে সর্বোচ্চ আবেদন। আর এ সংখ্যা সাড়ে চার হাজারের বেশি বলে জানা গেছে।
Advertisement
এবারের জেএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৬ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭৯.৮২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, পুনঃনিরীক্ষণে সাধারণত চারটি বিষয় দেখা হয়। এগুলো হল- উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেয়া হয়েছে কি-না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট সঠিকভাবে করা হয়েছে কিনা। কিন্তু নতুন করে কাউকে নম্বর বাড়িয়ে দেয়া হয় না।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর জেএসসি ও জেডিসির ফলাফল প্রকাশিত হয়। উভয় পরীক্ষার ফলাফলের পাসের হার কিছুটা বাড়লেও সবগুলো সূচকেই গতবারের তুলনায় খারাপ হয়েছে।
Advertisement
ছামির মাহমুদ/এফএ/পিআর