জোকস

আজকের জোকস : জনগণকে শত শত প্রতিশ্রুতি

জনগণকে শত শত প্রতিশ্রুতিএক বিখ্যাত নেতা ছোটবেলায় একবার সিগারেট খেতে গিয়ে মার কাছে ধরা খান। তারপর মাকে কথা দেন, জীবনে আর কখনো ধূমপান করবেন না।

Advertisement

এরপর পরবর্তী জীবনে দেশের জনগণকে তিনি শত শত প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু পালন করেছেন শুধু মাকে দেওয়া প্রতিশ্রুতিটা।

> আরও পড়ুন- আজকের জোকস : ডিভোর্স দিতে বাধ্য হবো!

****

Advertisement

আমি কখনো ডিম পাড়িনিবক্তা: যে কখনো বই লেখেনি, তার বইয়ের সমালোচনা করা উচিত নয়।শ্রোতা: ভুল কথা।বক্তা: কেন?শ্রোতা: আমি কখনো ডিম পাড়িনি বলে অমলেটের ভালো-মন্দ বলতে পারব না?

> আরও পড়ুন- আজকের জোকস : স্বামী-স্ত্রীর দুষ্টুমি যেমন হয়

****

দুর্বল বিরোধী দলের মতোএক নেতা একটি দামি রেস্টুরেন্টে খেতে গেছে। একপর্যায়ে শেফ এসে জিজ্ঞেস করলো-শেফ: স্যার, আলু-মাংসের ডিশটা কেমন লেগেছে?নেতা: কিভাবে বলি? এই ডিশে ছিল আলুর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আর মাংস ছিল দুর্বল বিরোধী দলের মতো।

Advertisement

এসইউ/জেআইএম