সিনসিনাটি টেনিস মাস্টার্সে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা ধরে রাখলেন রজার ফেদেরার। এই জয়ে উইম্বল্ডনে হারের ক্ষত কিছুটা লাঘব হলো এই সুইস তারকার। সিনসিনাটি রেকর্ড সপ্তম শিরোপা জয় করলেন সাবেক এই এক নম্বর তারকা।রোববার ‘ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন’ ওপেনে জকোভিচের বিপক্ষে প্রথম সেটে কিছুটা প্রতিরোধে পরলেও দ্বিতীয় সেটে সহজেই জিতে নেন ফেদেরার। ৭-৬ (৭-১) ও ৬-৩ গেমে হারিয়ে শিরোপায় চুমু খান তিনি। এই জয়ে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনের জন্য আত্মবিশ্বাসের রসদ যোগার করলেন ফেদেরার। ম্যাচ জয়ের পর বলেন, ‘আমি সার্ভ গুলো ভালো ভাবে করার চেষ্টা করেছি। সে (জকোভিচ) দ্বিতীয় সেটে প্রথম দিকে একটি গেমে ভুল করে ফেলে এবং এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।’সিন্সিনাটিতে এই নিয়ে পাঁচটি ফাইনালে হারলেন জকোভিচ। তবে হারের পরও মজা করে জকোভিচ বলেন, ‘এই নিয়ে এখানে পাঁচবার তার (ফেদেরারের) কাছে হারলাম, আমার মনে হয় এখানে শিরোপা জিততে হলে আমাকে তার অবসরের জন্য অপেক্ষা করতে হবে।` আরটি/এআরএস/এমএস
Advertisement