জাতীয়

‘রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা দেখাবেন’

রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতা দেখাতে বলেছেন নতুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Advertisement

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেককে কৃতজ্ঞতা জ্ঞাপন ও নতুন প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘মাদকের মতো দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমাদের মিনিস্ট্রিতে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাংলাদেশ তখনই এগোবে, গণতন্ত্রের ভীত তখনই মজবুত হবে, যখন দুর্নীতি থেকে আমরা পুরোপুরি বের হয়ে আসতে পারব। আমরা যাতে দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়তে পারি, সেজন্য সবাইকে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের প্রতি যে নির্দেশনা থাকবে, বিশেষ করে রাজনৈতিক সিদ্ধান্ত যেগুলো থাকবে, সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা অবশ্যই আন্তরিকতা দেখাবেন। এতে আমরা দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারব।’

Advertisement

নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের কাছে দোয়া কামনা করে ফরহাদ হোসেন বলেন, ‘জনপ্রতিনিধিরা পলিসি তৈরি করেন তা বাস্তবায়ন করেন জনপ্রশাসনের কর্মকর্তারা। সামনে সম্ভাবনার ভবিষ্যৎ। সবেচেয়ে বেশি গতিশীল ও কর্মদক্ষ হতে হবে এই মন্ত্রণালয়কে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৫ বছর জাতিকে বড় কিছু দেয়ার সময়। আপনারা ৫ বছর জীবন থেকে উৎসর্গ করে সর্বাত্মক অবদান রাখুন। জনপ্রশাসনকে ওয়ার্ল্ড ক্লাস ব্যুরোক্রেসিতে রূপান্তর করতে চাই।’

গত পাঁচটি বছর এই মন্ত্রণালয়ের সুন্দর কেটেছে মন্তব্য করে সদ্য সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন, নতুন প্রতিমন্ত্রী তরুণ, তারুণ্যের জন্য তিনি আরও গতিশীল ও সৃষ্টিশীল হবেন বলে মনে করি। আমি নিশ্চিত ইনি মন্ত্রণালয় এগিয়ে নিতে পারবেন।’

কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসমাত আরা বলেন, আপনাদের ভালো কিছু শুনলে আমি আনন্দিত হব। বহুদূর যেতে হবে। সেই কাজটি আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা।’

Advertisement

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থা প্রধান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/জেএইচ/পিআর