জাতীয়

শ্রমিকদের মজুরি ১২ হাজার বাস্তবায়ন চায় জেএসডি

অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

Advertisement

রোববার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।তারা বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬,০০০ টাকা দাবি করা হলেও সরকার ও মালিক পক্ষ ১২,০০০ টাকা ন্যূনতম মজুরি করে যে সিদ্ধান্ত দিয়েছে তা আজও বাস্তবায়িত হয়নি।

বিবৃতিতে তারা আরও বলেন, শ্রমিকরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। অথচ সরকার-মালিক পক্ষ তাদের ন্যায়সঙ্গত দাবি না মেনে তাদের ওপর একের পর এক হামলা-হয়রানি করে চলছে। শেষ পর্যন্ত চাকরিতে যোগদান না করলে বেতন দেয়া হবে না বলেও হুমকি দিয়েছে।

এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শ্রমিকদের সব ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা।

Advertisement

এইউএ/এনডিএস/এমকেএইচ