জাতীয়

খিলগাঁওয়ে ব্যবসায়ীর মৃত্যু : পরিবার বলছে, ‘অতিরিক্ত মদ্যপান’

রাজধানীর খিলগাঁওয়ের এক ফল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি অতিরিক্ত মদ্যপান থেকে অসুস্থ হয়ে তিনি মারা যার। নিহত ওই ফল ব্যবসায়ীর নাম টিটু মিয়া (৪৫)।

Advertisement

রোববার সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেকে নিহতের ভায়রা মিন্টু মিয়া সাংবাদিকদের জানান, টিটু খিলগাঁওয়ের মেরাদিয়া কবরস্থান রোডের ১২৯ নম্বর বাসায় থাকতেন। শুক্রবার রাতে কবরস্থান রোডের একটি মাঠে জাকির ড্রাইভার নামে একজনের কাছ থেকে মদ নিয়ে টিটুসহ ৮ থেকে ১০ জন মিলে তা পান করেন।

Advertisement

পরে রাতে বাসা গিয়ে অসু্স্থ হয়ে পড়েন টিটু। শনিবার সারাদিন অসুস্থ হয়ে বাড়িতে পড়েছিলেন তিনি। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় এক নারীসহ আরও পাঁচজন অসুস্থ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। ময়নাতদন্তের জন্য টিটুর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআর/বিএ/পিআর

Advertisement