১৬৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়। ১৮৯৩ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে’র জন্ম। ১৯৪৯ খ্রিস্টাব্দের এই দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়। ১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন। ১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীনের ইন্তেকাল।২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে নারী নেত্রী আইভী রহমানের মৃত্যু। এইচআর/এআরএস/এমএস
Advertisement