তথ্যপ্রযুক্তি

‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ বাধ্যতামূলক হতে পারে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ খুলতে ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ বাধ্যতামূলক করা হতে পারে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটবক্সের গোপনীয়তা রক্ষার অংশ হিসেবেই এই পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ। এ ব্যবস্থা কার্যকর হলে কারো হোয়াটসঅ্যাপে গোপনে অন্য কেউ ঢুকে পড়লেও তার চ্যাট বক্স খুলতে পারবে না।

Advertisement

নতুন এই ব্যবস্থা চালু হলে হোয়াটসঅ্যাপ চ্যাটে ঢুকতে অবশ্যই ওই ব্যক্তির ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’ লাগবে। এই ব্যবস্থা কার্যকরের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুক কর্তৃপক্ষ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে যারা ‘ওয়েব বিটা ইনফো’ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের অ্যান্ড্রয়েড ২.১৯.৩ বিটা ভার্সনের অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে এই ফিচার।

যেভাবে মিলবে ‘ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন’-হোয়াটসঅ্যাপ সেটিংসে অ্যাকাউন্টের যে প্রাইভেসি অপশন আছে, সেখানে ক্লিক করলে সব অপশনের নিচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট অপশন। এরপর চেক বক্সে ক্লিক করে নিজের আঙুলের ছাপ নথিভুক্ত করতে হবে।

Advertisement

এমএমজেড/এমএস