যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের গাজা শহরের ছোট্ট শিশু আলা আওয়াজ মাত্র ৮ মাসে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেন। ইসলাম বিদ্বেষীদের গোলাবারূদের আঘাতে যখন পুড়ছে দেশটি, ঠিক সে সময়টিতে আলা আওয়াজ প্রতিদিন ১৬ পৃষ্ঠা কুরআন মুখস্তের মাধ্যমে তার হৃদয় শানিয়ে নিচ্ছিলেন।
Advertisement
ফিলিস্তিনের গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরি মসজিদের কুরআন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করেন ছোট্ট আলা আওয়াজ।
কুরআন ক্লাসের শুরুতে আলা আওয়াজ শুনে শুনেই প্রতিদিন ১ পৃষ্ঠা মুখস্ত করতেন। অতঃপর ধীরে ধীরে ছোট্ট আওয়াজ ২/৩ পৃষ্ঠা আয়ত্ব করতে শুরু করেন। যা দৈনিক ১৬ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়। অর্থাৎ শেষ দিকে প্রতিদিন আলা আওয়াজ ১৬ পৃষ্ঠা করে কুরআন মুখস্ত করেন। এভাবে ৮ বছরের ছোট্ট শিশু আলা আওয়াজ মাত্র ৮ মাসে পবিত্র কুরআনুল কারিম হৃদয়ে গেঁথে হিফজ সম্পন্ন করেন।
প্রতিদিন ১৬ পৃষ্ঠা মুখস্তের পাশাপাশি পবিত্র কুরআনের আয়াত স্মরণ রাখতে আলা আওয়াজ ৪৫ পৃষ্ঠা পিছনের পড়া নিয়মিত পড়তেন।
Advertisement
আল-ওমরি মসজিদের প্রতিবেশি আলা আওয়াজ প্রায় সার্বক্ষণিত সময় মসজিদে ওস্তাদের সার্ণিধ্যে কাটিয়ে দিতেন। যা তাকে দ্রুত কুরআন হিফজ সম্পন্ন করতে সাহায্য করে।
যুদ্ধ বিধ্বস্ত মজলুম জনপদ গাজার অধিবাসী ছোট্ট আলা আওয়াজ হোক সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা। ইচ্ছা থাকলে শত প্রতিকূলতার মাঝেও সফলতা সম্ভব। সুশিক্ষা গ্রহণ সম্ভব।
আল্লাহ তাআলা ছোট্ট এ কুরআনের পাখিকে ইসলামের জন্য কবুল করুন। আমিন।
এমএমএস/এমএস
Advertisement