ভোলার ইলিশা জংশন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারের উত্তর বাজারে এ অগ্নিকাণ্ড হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯ টার দিকে জংশন বাজারের উত্তর বাজারের একটি ওয়ার্কশপের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ভোলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রথম আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে আরও ৪টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুইটি মুদি দোকান, দুটি টিভি’র শো-রুম, তিনটি ইলেকট্রনিক্স দোকান, তিনটি মোবাইলের শো রুম, দুটি হার্ডওয়্যাারের দোকান, দুটি সার-কিটনাশকের দোকানসহ ৩০টি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভোলা ফায়ার সার্ভিসের পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টারও একটু বেশি সময় লাগে। এ ঘটনায় প্রায় ৩০ টি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
Advertisement
তিনি আরও বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি টাকার মতো হতে পারে।
জুয়েল সাহা বিকাশ/জেডএ