মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে দুই এতিম ভাইয়ের দায়িত্ব নিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। এতিম দুই ভাইয়ের উচ্চ শিক্ষার খরচসহ যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন এমপি।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আল আরাফাহ দাখিল মাদরাসায় বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। শনিবার দুপুরে ৭৫ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় এতিম দুই ভাইয়ের উচ্চ শিক্ষাসহ সারা জীবনের ব্যয়ভারের দায়িত্ব নেন সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। এতিম দুই ভাই হলো- স্থানীয় অক্সফোর্ড কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র মো. নিহাদ ও মো. আহাদ হোসেন।
Advertisement
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শিবপুর গ্রামের সিএনজিচালক ইউছুফের ছেলে তারা। বাবার মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে দুই ভাই। তাই তাদের দায়িত্ব নিলেন এমপি পাপুল।
কাজল কায়েস/এএম/জেআইএম