ভারতের পাঞ্জাবে ইন্টারন্যাশাল স্পোর্টস কাউন্সিল গেমসে বাংলাদেশ উশু দল ৮ স্বর্ণ পদক পেয়েছে। প্রতিযোগিতায় ১২ টি দেশ অংশ নিচ্ছে। ৩৮ স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিযোগিরা পেয়েছেন ৮টি।
Advertisement
৮ স্বর্ণের বাইরে বাংলাদেশের ঝুলিতে রৌপ্য পদক আসতে পারে বলে পাঞ্জাব থেকে জাগো নিউজকে জানিয়েছেন উশু ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
পুরুষদের ৮০ কেজি ওজন শ্রেণীতে বর্ডার গার্ড বাংলাদেশের নাজমুল হোসেন, ৭৫ কেজি ওজন শ্রেণীতে একই সংস্থার সেলিম আহমেদ, ৭০ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসারের লিটন আলী, সানদা ইভেন্টের ৫৬ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর সজিব হোসেন স্বর্ণ পদক পেয়েছেন।
জোড়া স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাসেল হোসেন। তিনি চাংচুয়াং ও কুনসু ইভেন্টে এ সাফল্য দেখিয়েছেন।
Advertisement
মেয়েদের ৬৫ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর ইতি ইসলাম ও ৫২ কেজি ওজন শ্রেণীতে ফাহমিদা তাবাসুম স্বর্ণ পদক জিতেছেন।
আরআই/এমএমআর/আরআইপি