২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে ১১ প্যাকেজ অফর দিচ্ছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল-এর সহযোগী প্রতিষ্ঠান অলটাইম। প্রতিটি প্যাকেজেই ক্রেতারা পাচ্ছেন বিশাল ছাড়।
Advertisement
এবারের বাণিজ্য মেলায় অলটাইমের সব চেয়ে আকর্ষণীয় প্যাকেজ ‘অলটাইম জাম্বু’। ৭ প্রকার আইটেমে নিয়ে তৈরি এ প্যাকেজের মধ্যে থাকা পণ্যের প্রকৃত মূল্য ৭২০ টাকা। তবে মেলা থেকে কিনতে ক্রেতাদের খরচ হবে ৫০০ টাকা। সে হিসেবে মেলা থেকে প্যাকেজটি কিনলে ক্রেতাদের ২২০ টাকা সেভ হবে।
ক্রেতারা প্যাকেজটি কিনলে পাবেন- অলটাইম প্রিমিয়াম বেক রাস্ক ৩০০ গ্রাম ২টি, অলটাইম টোস্ট ৪২০ গ্রাম ১টি, অলটাইম সল্টিনো কুকিজ ৫০ গ্রাম ২টি, অলটাইম রাস্ক ৩০০ গ্রাম ২টি, অলটাইম বেকারি বিস্কুট সল্টি ৫০০ গ্রাম ১টি, অলটাইম বেকারি বিস্কুট সুইট ৫০০ গ্রাম ১টি এবং কন্টেইনার ২০ লিটার একটি।
পাঁচ লিটার কন্টেইনারের সঙ্গে চার প্রকারের পণ্য নিয়ে তৈরি প্যাকেজ পাওয়া যাবে ১৫০ টাকায়। এ প্যাকেজের মধ্যে আছে অলটাইম চকোলেট কুকিজ ২০০ গ্রাম ১টি, অলটাইম সল্টিনো কুকিজ ৫০ গ্রাম ২টি, অলটাইম কার্টুন কেক ২৮ গ্রাম ১টি এবং অলটাইম কোকোনাট কুকিজ ১৬৫ গ্রাম ১টি। এসব পণ্যের প্রকৃত মূল্য ২৩৫ টাকা। অর্থাৎ ক্রেতারা এ প্যাকেজটি কিনলে সেভ হবে ৮৫ টাকা।
Advertisement
৩০০ টাকা দিয়ে পাওয়া যাবে অলটাইম প্রিমিয়াম বেক রাস্ক ৩০০ গ্রাম ১টি, অলটাইম টোস্ট ৪২০ গ্রাম ১টি, অলটাইম ঘি টোস্ট ১৫০ গ্রাম ১টি, অলটাইম সাল্টিনো কুকিজ ৫০ গ্রাম ২টি, অলটাইম বেকারি বিস্কুট সল্টি ৫০০ গ্রাম ১টি এবং ১৫ লিটারের একটি কন্টেইনার। এ প্যাকেজের মধ্যে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ৪৫০ টাকা।
৬ লিটারের কন্টেইনারের সঙ্গে অলটাইম সল্টিনো কুকিজ ৫০ গ্রাম ১টি, অলটাইম ড্রাই কেক ৪০ গ্রাম ২টি, অলটাইম প্রিমিয়াম বেক রাস্ক ৩০০ গ্রাম ১টি এবং অলটাইম টোস্ট ১৫০ গ্রাম ১টির সমন্বয়ে গঠিত প্যাকেজ পাওয়া যাবে ১৫০ টাকায়। এ প্যাকেজটি কিনলে ক্রেতাদের সেভ হবে ৯০ টাকা। কারণ প্যাকেজের মধ্যে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ২৪০ টাকা।
অলটাইম ফ্যামেলি কেক ৯০ গ্রাম ১টি, অলটাইম ড্রাই কেক ৪০ গ্রাম ১টি, অলটাইম প্লেইন কেক ২৫০ গ্রাম ১টি, অলটাইম হ্যাপি কেক ৩৫ গ্রাম ৪টি, অলটাইম কার্টুন কেক ২৮ গ্রাম ৫টি এবং ৫৬০০ মিলি কন্টেইনার নিয়ে গঠিত প্যাকেজ পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। এ প্যাকেজে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ১৯৫ টাকা। অর্থাৎ ২০০ টাকা দিয়ে প্যাকেজটি কিনলে ক্রেতাদের ৯৫ টাকা সেভ হবে।
২৮০০ মিলি একটি কন্টেইনারের সঙ্গে অলটাইম ফ্যামেলি কেক ৯০ গ্রাম ২টি, অলটাইম ফ্যামেলি কেক (চকোলেট) ৯০ গ্রাম ২টি এবং অলটাইম ড্রাই কেক ৪০ গ্রাম ২টি নিয়ে গঠিত প্যাকেজটি কিনলে ক্রেতাদের ৫০ টাকা সেভ হবে। ২০০ টাকা প্রকৃত মূল্য হলেও মেলায় প্যাকেজ আকারে এসব পণ্য বিক্র করা হচ্ছে ১৫০ টাকায়।
Advertisement
৩০০ টাকায় পাওয়া যাচ্ছে অলটাইম ফ্যামেলি কেক মিক্স ফ্রুট ৯০ গ্রাম ১টি, অলটাইম প্লেইন কেক ২৫০ গ্রাম ১টি, অলটাইম হ্যাপি কেক ৩৫ গ্রাম ২টি, অলটাইম কার্টুন কেক ২৮ গ্রাম ২টি, অলটাইম স্যান্ডুইচ কেক ২৮ গ্রাম ২টি এবং ৩৭ সিএম বক্স একটি নিয়ে গঠিত প্যাকেজ। এ প্যাকেজে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ৪৯০ টাকা। অর্থাৎ প্যাকেজটিতে ক্রেতাদের সেভ হবে ১৯০ টাকা।
প্রাণ বেবি টোস্ট ৩০০ গ্রাম ১টি, প্রাণ প্লেইন টোস্ট ৩০০ গ্রাম ১টি, প্রাণ মিনি রাস্ক ১৫০ গ্রাম ১টি এবং ৫৬০০ মিলি কন্টেইনার একটি নিয়ে গঠিত প্যাকেজ বিক্রি করা হচ্ছে ১৫০ টাকা। প্যাকেজের মধ্যে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ২১৫ টাকা।
২০০ টাকা দিয়ে গুড মর্নিং নামকি বিস্কুট ৩০০ গ্রাম ১টি, গুড মর্নিং স্লাইস বিস্কুট ৯০ গ্রাম ১টি, গুড মর্নিং এগ বিস্কুট ৬০ গ্রাম ১টি, গুড মর্নিং পাউন্ড কেক ১২৫ গ্রাম ১টি, গুড মর্নিং স্পনজ কেক ১৪ গ্রাম ৫টি এবং ৫৬০০ মিলি একটি কন্টেইনার নিয়ে গঠিত প্যাকেজ কিনলে সেভ হবে ৭৫ টাকা। এ প্যাকেজের মধ্যে থাকা পণ্যগুলোর প্রকৃত মূল্য ২৭৫ টাকা।
১০০ টাকা দিয়ে পাওয়া যাবে মামা ওয়েফার স্ট্রবেরি ১৮ গ্রাম ২টি, ব্রেক চকোলেট কোটেড ওয়েফার (বড়) ২৪ গ্রাম ২টি, ব্রেক চকোলেট কোটেড ওয়েফার (ছোট) ১২ গ্রাম ২টি, উইন চকোলেট ওয়েফার ১৩ গ্রাম ২টি, রকার চকোলেট কোটেড ওয়েফার ১২ গ্রাম ২টি, মামা ক্রিমি ক্রানচ স্ট্রবেরি ১১০ গ্রাম ১টি এবং ২৫০০ মিলি কন্টেইনার নিয়ে গঠিত প্যাকেজ। এ প্যাকেজে ক্রেতাদের সেভ হবে ৪৫ টাকা।
এছাড়া উইন পিলো ওয়েফার চকো ভ্যানিলা ২৫ গ্রাম ২টি, মামা ক্রিমি ক্রানচ স্ট্রবেরি ১১০ গ্রাম ১টি, মামা ওয়েফার চিজ ৩০ গ্রাম ১টি, মামা ওয়েফার মিল্ক ১৮ গ্রাম ১টি, ব্রেক চকোলেট কোটেড ওয়েফার (বড়) ২৪ গ্রাম ১টি, ব্রেক চকোলেট কোটেড ওয়েফার (ছোট) ১২ গ্রাম ২টি, মামা ওয়েফার স্ট্রবেরি ১৮ গ্রাম ১টি, মামা ওয়েফার চকোলেট ১৮ গ্রাম ১টি, জিজো ট্রাক (টই) ১টি এবং ৫৬০০ মিলি কন্টেইনার নিয়ে গঠিত প্যাকেজ কিনতে খরচ হবে ২০০ টাকা। এতে প্যাকেজটির ক্রেতাদের সেভ হবে ১০৫ টাকা।
অলটাইম প্যাভিলিয়নের ইনচার্জ অপু চন্দ্র শাহ জাগো নিউজকে বলেন, প্যাকেজের বাইরেও মেলার ক্রেতারা আমাদের প্যাভিলিয়ন থেকে পৃথক পৃথক পণ্য কিনতে পারবেন। সে ক্ষেত্রে ক্রেতারা মূল্য ছাড় পাবেন না, প্রকৃত মূল্য দিয়েই সংশ্লিষ্ট পণ্য কিনতে হবে।
এমএএস/এএইচ/পিআর